রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

১ কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব বাইডেনের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকা বিভক্তির সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছেন। কংগ্রেসকে দেশটির প্রায় এক কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ১৬ জানুয়ারি কর্মকর্তাদের বরাত দিয়ে জো বাইডেনের এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন। বাইডেন তাঁর নির্বাচনী প্রচারণায় নথিপত্রহীন প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। এ ছাড়া ছাড়া যারা অস্থায়ী বৈধতা পেয়েছেন তাঁদের আমেরিকান নাগরিকত্ব দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।

তবে করোনাভাইরাস মহামারি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং অন্যান্য অগ্রাধিকারগুলোর পাশাপাশি এ বিষয়ে কত দ্রুত পদক্ষেপ নেবেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি বাইডেন।

যদি কংগ্রেসে আইনটি পাস হয় তবে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮৬ সালে প্রায় ৩০ লাখ অভিবাসীকে সাধারণ ক্ষমার আদেশ দেওয়ার পর এ আইনটি হবে দেশটিতে অবৈধভাবে বসবাস করা নাগরিকদের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ
২০১৬ সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এই নির্বাহী আদেশ সম্পর্কে ব্রিফ করা জাতীয় ইমিগ্রেশন আইন কেন্দ্রের নির্বাহী পরিচালক মেরিলেনা হিনকাপি বলেন, এটি ট্রাম্পের অভিবাসনবিরোধী এজেন্ডার বিপরীতে সত্যিই এক ঐতিহাসিক পরিবর্তন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সব অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে এটি। যদি কংগ্রেসে আইনটি পাস হয় তবে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮৬ সালে প্রায় ৩০ লাখ অভিবাসীকে সাধারণ ক্ষমার আদেশ দেওয়ার পর এ আইনটি হবে দেশটিতে অবৈধভাবে বসবাস করা নাগরিকদের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ।

জানা গেছে, অভিবাসন ছাড়াও আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য শপথের দিনেই নির্বাহী আদেশ দিতে পারেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English