শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

১৩১ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
টি–টোয়েন্টিতে নেই তামিম, টেস্টেও শঙ্কা

প্রথম ইনিংসে নিজের ভুলে সেঞ্চুরি হয়নি ১০ রানের জন্য, দ্বিতীয় ইনিংসে বাগড়া দিল বৃষ্টি। দুই ইনিংসেই সম্ভাব্য সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ তামিম ইকবাল কিছুটা ভুলতে পারেন আরেকটি কীর্তিতে। শত বছরের বেশি সময় টিকে থাকা একটি রেকর্ড তিনি অতীত করে দিয়েছেন ব্যাট হাতে দারুণ শুরু করে।

পাল্লেকেলে টেস্টের শেষ দিনে রোববার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তামিম বলতে গেলে একাই টেনে নেন দলের ইনিংস। বিশ্ব ফার্নান্দোর ওভারে তিন বাউন্ডারিতে তামিম যখন ফিফটি স্পর্শ করলেন, দলের রান তখন ৫২।

টেস্ট ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত ফিফটির সময় দলের সবচেয়ে কম রানের রেকর্ড এটিই।

আগের রেকর্ডটি ছিল যৌথভাবে দুজনের, যেখানে একজন এটি করেছিলেন সেই ১৮৯০ সালে! ওই বছরের অ্যাশেজের প্রথম টেস্ট ছিল সেটি। লর্ডসে অস্ট্রেলিয়ান ওপেনার জন লায়ন্স যখন ফিফটি ছুঁলেন, দলের রান তখন ৫৫।

তখন বলের হিসাব রাখা হতো না। ৪৫ মিনিটে ৫৫ রানের ইনিংস খেলে লায়ন্স আউট হওয়ার সময় দলের রান ছিল ৬৬।

পরে ২০১৪ সালে লায়ন্সের রেকর্ড স্পর্শ করেন ক্রিস গেইল। ত্রিনিদাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৯৩ রান। টি-টোয়েন্টির মতো তাণ্ডবে গেইল অপরাজিত থাকেন ৪৬ বলে ৮০ রান করে।

সেই ইনিংসের পথেই বিস্ফোরক এই ওপেনার যখন ফিফটি স্পর্শ করেন, দলের রান ছিল ৫৫।

এবার গেইল ও লায়ন্সনকে পেছনে ফেলে দিলেন তামিম। শুরুর ওই গতি অবশ্য পরে দলের প্রয়োজন বুঝে একটু কমিয়ে দেন তামিম। চা বিরতির আগে সাবধানী ব্যাটিং করেন। বৃষ্টিতে খেলা আগেই শেষ হওয়ার সময় তিনি অপরাজিত থাকেন ৯৮ বলে ৭৪ রান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English