কলারোয়া সীমান্ত থেকে দুই কেজি ওজনের সোনা জব্দ করা হয়েছে। এ সময় সোনা পাচারকাজে জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেলসহ আটক করা হয় একজনকে।
আটককৃত ব্যক্তির নাম মো. হাসান আলি (৫০)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে। আজ বুধবার বিকেলে বিজিবির টহলদল অভিযান চালিয়ে সোনাসহ উক্ত চোরাচালানীকে আটক করে।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যম্পের হাবিলদার নুর আলম জানান, টহলদল নিয়ে বিকেলে কোড়াগাছী সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত থেকে সন্দেহভাজন ব্যক্তি মো. হাসান আলীর গতিরোধ করে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছে থাকা দুইটি পোটলায় লুকিয়ে রাখা দুই কেজি সোনা জব্দ করা হয়।
সন্ধ্যায় সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পুটলিতে ১৮ পিস স্বর্ণ বহন করছিল। এ সময় সীমান্তের রিভার পিলার ১৩/৩ এর কাছে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তা জব্দ করা হয়। এর ওজন দুই কেজি ১৪৪ গ্রাম এবং দাম এক কোটি ২৮ লাখ টাকা।