নতুন বছরে ১০টি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে পাকিস্তান। সূচিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এ কথা জানিয়েছেন। তবে প্রত্যাশিতভাবেই সেই সূচিতে ভারতের নাম নেই।
২০২১ সালে ৯টি টেস্ট, ২০টি এক দিনের ম্যাচ এবং ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এহসান মানি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড আসবে। এরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ইংল্যান্ড। এরপর দুটি দলই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের একটি পরিদর্শক দল পাকিস্তানে এসে কভিড প্রোটোকল দেখে যায়। নিরাপত্তাব্যবস্থাও খতিয়ে দেখে তারা। পরিদর্শক দল সম্মতি দেওয়ার পরেই জানুয়ারিতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে আসার কথা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। ফাইল ছবি
সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ নিউজিল্যান্ড পাকিস্তানে এসে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে। তার পরেই ঝটিকা সফরে আসবে ইংল্যান্ড।
নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা সত্ত্বেও প্রধান কোচ মিসবাহ-উল-হক, ওয়াকার ইউনুস এবং ইউনিস খানের ওপরই বোর্ড আস্থা রাখছে বলেও জানিয়েছেন এহসান মানি।