শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

২০২৪’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জিতেছেন এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সমর্থন তার রয়েছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর এটিই তার গণমাধ্যমে প্রথম কথা বলা। খবর ফোর্বসের।

পরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, ২০২৪? আমি এখনই বলতে পারছি না, তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটি বলার এখনও সময় আসেনি। ট্রাম্প বেশ গর্বভরে বলেন, আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি, যার প্রতি জনসমর্থন বাড়ছে।

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন।

গত নির্বাচনে ২৩২ ইলেকট্রোরাল ভোট পান ট্রাম্প, আর জো বাইডেন ৩০৬ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে হেরেও বেশ জলঘোলা করেন ট্রাম্প। নির্বাচনে ভরাডুবির পরও নিজেকে জয়ী দাবি করে আসছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English