প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে আজ ২৫৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রানের তুলনায় বেশি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ১ রান তুলতেই নেই তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত!
এখান থেকে দৃঢ়তা দেখিয়ে তৃতীয় দিনের খেলার বাকি সময় পার করার চেষ্টা করছিল সাদমান-মুমিনুল জুটি। শেষ পর্যন্ত তাদের জুটি না টেকায় ২০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে এ পর্যন্ত হাতে ২১৮ রানের লিড।