গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া নতুন করে আরও চারজন মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৭৩ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩ জন। এদিকে গতকালও সারা দেশে ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলো।
এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৮ দিনে চার হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ছয় হাজার ৯৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৭৩৩ জন।
চলতি বছরে এই পর্যন্ত ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।