বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
কোভিড-১৯ শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সন্ধ্যা ৭টা থেকে দোকানপাট বন্ধ ও চলাচলে সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন চলছে।

সন্ধ্যা ৭টার মধ্যে ওষুধের দোকান ছাড়া হোটেল রেস্তোরাসহ সব ধরনের দোকান বন্ধ হয়েছে কি না, তা তদারকি করতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত। যারা দোকান খোলা রেখেছিলেন প্রথমে তাদের সতর্ক করা হয়। এর পরেও যারা দোকান খুলেছেন তাদের আর্থিক জরিমানা করা হয়েছে।

এদিকে, করোনা বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ শুক্রবার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। বন্ধ রয়েছে দোকানপাটসহ আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল। তবে শুক্রবার সকাল থেকেই শহরে রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

অন্যদিকে, উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে থাকায় দ্বিতীয় ধাপে শুরু হওয়া বিশেষ লকডাউনের আজ চতুর্থ দিন চলছে। এতে জেলার প্রধান প্রধান মার্কেটসহ নিত্যপ্রয়োজনীয় নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান আজ শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English