এমন কী আর বয়স। মাত্র ২৯ বছর! ফুটবলে এই বয়সে সেরা সময় পার করেন অনেকে। অথচ জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের ‘দ্বিতীয় নায়ক’ আন্দ্রে শুরলে এই বয়সেই ঘোষণা করলেন অবসরের। কী আর করবেন। ক্রমাগত ইনজুরির সঙ্গে আর পেরে উঠছেন না তিনি। ফুটবলকে তাই বিদায়ই বললেন।
ব্রাজিল বিশ্বকাপে শেষ সময়ে গোল করে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি। ওই বিশ্বকাপে গোল করে নায়ক বনে যান মারিও গোৎসে। আর ফাইনালের দ্বিতীয় নায়ক ছিলেন আন্দ্রে শুরলে। কারণ জার্মান এই উইঙ্গার দিয়েছিলেন অসাধারণ এক ক্রস। যা ধরে গোল করেছিলেন গোৎসে।
জার্মানির হয়ে ৫৭ ম্যাচে ২২ গোল করা এই ফুটবলার বলেন, ‘আপনাদের জানাচ্ছি যে, পেশাদার ফুটবল থেকে আমি সরে দাঁড়াচ্ছি। ভক্তদের থেকে আমি যতটা ভালোবাসা প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি পেয়েছি। সবাইকে ধন্যবাদ। এই অবসর নিশ্চয় আমরা সামনে অপেক্ষা করা নতুন দুয়ার খুলে দেবে।’
শুরলে তার ক্যারিয়ারে বায়ার্ন লেবারকুসেন, চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে খেলেছেন। এর মধ্যে চেলসির হয়ে তিনি লিগ শিরোপা জিতেছেন ২০১৫ মৌসুমে। এরপর ডর্টমুন্ডে এসে চলতি মৌসুমটা ধারে খেলছিলেন তিনি। জার্মান ক্লাবটির সঙ্গে তার আরও এক বছরের চুক্তি ছিল। কিন্তু দুই পক্ষ আলাপ করে সমঝোতায় তা বাতিল করেছে।
ইউরোপের শীর্ষ লিগে ২৮৮ ম্যাচ খেলা এই ফুটবলার অবসরকে ‘পরিণত’ এক সিদ্ধান্ত বলে মনে করছেন। ফুটবল মাঠে পারফরম্যান্সকে মূল্যায়ন করা হয়। সেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে যাওয়ার মানে দেখেন না তিনি।