সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

৩৬ বছর আগের স্মৃতি ফেরালেন সাউদি–জেমিসন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

অলৌকিক কিছু না হলে ওয়েলিংটন টেস্টেও যে হারছে ওয়েস্ট ইন্ডিজ, তা বলে দেওয়াই যায়। আলোকস্বল্পতায় আজ ১৭.২ ওভার আগেই খেলা শেষ না হলে তৃতীয় দিনেই হয়তো ফল দেখে ফেলত নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় দিনটা ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৪ রান তুলে। ফলো অন করা সফরকারীদের ইনিংস হার এড়াতেই করতে হবে আরও ৮৫ রান, যে রান করতে ক্যারিবীয়রা তাকিয়ে আছে অধিনায়ক জেসন হোল্ডার (৬০*) ও জশুয়া দা সিলভার (২৫*) ব্যাটের দিকে।

ওয়েস্ট ইন্ডিজ দিনটা শুরু করেছিল ৮ উইকেটে ১২৪ রান নিয়ে। দিনের খেলার শুরুর ২৮ বলের মধ্যেই আর মাত্র ৭ রান তুলে প্রথম ইনিংস শেষ ক্যারিবীয়দের। দা সিলভা ও শ্যানন গ্যাব্রিয়েলের উইকেট দুটি নিয়ে কাইল জেমিসনের পর ৫ উইকেট পেয়ে যান টিম সাউদিও। তাতে ৩৬ বছরের পুরোনো এক স্মৃতিও ফিরে পেয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট। ১৯৮৪ সালের পর এবারই যে প্রথম টেস্টের একই ইনিংসে দুই কিউই বোলার ৫টি করে উইকেট পেয়েছেন।

টেস্ট ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার উদাহরণ কম নেই। সাউদি–জেমিসনকে নিয়ে এমন ঘটনা ৫৪ বার দেখেছে টেস্ট ক্রিকেট। তবে নিউজিল্যান্ডের বোলারদের এমন কীর্তি মোটে তিনবার।

প্রথম ঘটনাটি ১৯৪৯ সালের। ইংল্যান্ড সফরের হেডিংলি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট করে পান জ্যাক কাউয়ি ও টম বার্ট। মিডিয়াম পেসার কাউয়ি ১২৭ রানে ৫টি, বাঁহাতি স্পিনার বার্ট ৯৭ রানে নেন ৫ উইকেট। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

প্রায় ৩৫ বছর পর স্যার রিচার্ড হ্যাডলি ও ইউয়েন চ্যাটফিল্ড ফিরিয়ে আনেন কাউয়ি–বার্টের স্মৃতি। শ্রীলঙ্কা সফরের তৃতীয় টেস্টে কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে হ্যাডলি ৭৩ রানে ও চ্যাটফিল্ড ৬৩ রানে নেন ৫ উইকেট। তিন যুগ পর আজ সাউদি–জেমিসনে ফিরল সেই স্মৃতি।

দ্বিতীয় ইনিংসে অবশ্য সাউদি–জেমিসনের প্রথম ইনিংসের কীর্তির পুনরাবৃত্তি করার সম্ভাবনা নেই। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা দুই বোলার ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনারও যে উইকেট পেয়ে গেছেন দ্বিতীয় ইনিংসে। বোল্ট পেয়েছেন ৩ উইকেট, ওয়াগনার ১টি। ২ উইকেট নেওয়া জেমিসনের অবশ্য এখনো সুযোগ আছে ম্যাচে ১০ উইকেট নেওয়ার।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে হোল্ডার ছাড়াও ফিফটি পেয়েছেন ওপেনার জন ক্যাম্পবেল (৬৮)। ক্রেইগ ব্রাফেটকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩৭ রান এনে দেওয়া ক্যাম্পবেল ফিরেছেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলকে ১৩৪ রানে রেখে। এর আগে শামার ব্রুকসকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৯ রান যোগ করেন ক্যাম্পবেল। ব্রুকস ও ক্যাম্পবেল ফিরেছেন তিন ওভার ও ১ রানের ব্যবধানে। ক্যাম্পবেলের বিদায়ের পর উইকেটে আসা হোল্ডার অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দা সিলভার সঙ্গে যোগ করেছেন ৭৪ রান।

প্রথম টেস্টটা নিউজিল্যান্ড জিতে নিয়েছিল চতুর্থ দিনের প্রথম সেশনেই। আগামীকালও এমন হলে অবাক হওয়ার কিছু নেই। আজকের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কাল আবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ২৮ মিনিট আগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English