১৯৭০ এর দশক থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এককালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাইপ্রাসের ভারোসা নগরী খুলে দেয়া হবে বলে জানিয়েছে উত্তর সাইপ্রাস। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এলাকাটি ভুতুড়ে অবস্থা বিরাজ করছে।
১৯৭৪ সালে তুরস্কের সেনাবাহিনী উত্তর সাইপ্রাস অঞ্চল দখল করে নেয়ার পর থেকেই একসময়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি আজও পরিত্যক্ত।
১৯৭৪ সালে তুরস্কের সেনাবাহিনী ভূমধ্যসাগরীয় এই দ্বীপের উত্তরাঞ্চল দখল করে নেয়। তারপর থেকেই ফামাগুস্তার ভারোসা সাইপ্রাসের উত্তর ও দক্ষিণ অঞ্চলের নো ম্যানস ল্যান্ড হিসেবে কাজ করে। জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয় তখনই।
শুধু তুরস্ক সমর্থিত এই তুর্কী প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী এরসিন তাতার এই অঞ্চলটি খুলে দেয়ার ঘোষণা দেন। পর্যটনের জন্য ১২ হাজারের বেশি হোটেল কক্ষ সমৃদ্ধ এই অঞ্চলে একসময় ২৫ হাজারের বেশি মানুষ বসবাস করতো।
টার্কিশ স্টেট ব্রডকাস্টারের তথ্যানুযায়ী, গত শুক্রবার তাতার বলেন, ‘আমরা এখন অঞ্চলটি পুনরায় খুলে দেয়ার প্রক্রিয়া শুরু করার পর্যায়ে পৌঁছেছি। আমার মতে, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, খুলে দেয়ার জন্য আমরা প্রস্তুত।’
নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এগুতে হবে। আসন্ন নির্বাচনের জন্য পরিকল্পনা কিছুদিন স্থগিত থাকতে পারে বলে জানান তিনি।
ভারোসার তুর্কি নাম মারাস ব্যবহার করে তিনি বলেন, ‘মারাস তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের সীমানাধীন। অঞ্চলটি আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’
তবে শহরটি কবে খুলে দেয়া হবে তার নির্দিষ্ট কোনো সময় জানাননি তাতার।