রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

৫ ঘণ্টা পর ঠিক হলো ম্যাসেঞ্জার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

বৃহস্পতিবার দুপুর তিনটার পর থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি। কাজ করতে গিয়ে আচমকা চলে যায় সংযোগ। মেসেজ পাঠানো বা মেসেজ গ্রহণও বন্ধ হয়ে যায়। কেউ কেউ মেসেজ পাঠাতে পারলেও, সেটি যেতে অনেকটাই সময় লেগে যায়। আর এ ঘটনা গোটা বিশ্বের ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের ফেলেছে চরম বিড়ম্বনায়। এর কয়েক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে দূর হয় এ ম্যাসেঞ্জার বিভ্রাট।

বিভ্রাটের শুরু থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে একের পর এক ব্যবহারকারী ফেসবুকের এই ম্যাসেজিং অ্যাপটি কাজ না করা নিয়ে টুইট করেন। শুধু ম্যাসেঞ্জার নয়, কোনো কোনো ব্যবহারকারী আবার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কাজ না করার অভিযোগও করেন।

বৃহস্পতিবার দুপুর তিনটার পর থেকেই এই ঝামেলার সম্মুখীন হন ব্যবহারকারীরা। এর ফলে কাউকে কোনো মেসেজই পাঠাতে পারছিলেন না তারা। মেসেজ গেলেও তা খুব ধীরে। অথচ মোবাইল হোক বা ডেস্কটপ– সব জায়গায়ই ইন্টারনেট কানেকশন থাকার পরও বন্ধ হয়ে যায় ম্যাসেঞ্জার অ্যাপটি।

কাজের সময় এমন বিড়ম্বনায় ব্যাপক ঝামেলায় পড়ে ব্রিটেন, আমেরিকা, ভারত, ইউরোপসহ অনেক দেশের ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করতে থাকেন। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে দুপুর আড়াইটার পর এই সমস্যা দেখা দেয়। যদিও ফেসবুকের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English