বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

৫৩ লাখ টাকা ভ্যাট দিল আমাজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
৫৩ লাখ টাকা ভ্যাট দিল আমাজন

বিশ্বের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিয়েছে। ফেসবুক ও গুগলের পর তৃতীয় অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট রিটার্ন জমা দিল আমাজন। আমাজন ওয়েব সার্ভিস নামে প্রতিষ্ঠানটি জুলাই মাসের ভ্যাট রিটার্নে ৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার হিসাব জমা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাজন সোনালী ব্যাংকের মাধ্যমে মোট ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা ভ্যাট জমা দিয়েছেন। প্রতিষ্ঠানটি জুলাই মাসের ভ্যাট রিটার্ন আজ (বৃহস্পতিবার) দিল। এর আগে গত ৫ আগস্ট প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট জমা দেয় গুগল। আর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গত ২৯ জুলাই সবার আগে প্রায় ২ কোটি ৪৪ লাখ ভ্যাট জমা দেয়।

ভ্যাট আইন অনুসারে, ভ্যাট পরিশোধের ক্ষেত্রে স্থানীয় ভ্যাট এজেন্টরা দায়বদ্ধ। ভ্যাট রেজিস্ট্রেশন পেতে ও ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য সংস্থাগুলো ২০১৯ সাল থেকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই ভ্যাট আইন অনুসারে সরাসরি এই সেবা পাওয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে দাবি ছিল।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে এবং তাদের বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। পরবর্তীতে ২০২০ সালের প্রথম দিকে আলাদা ভ্যাট নিবন্ধন নম্বরের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর।

অন্যদিকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা ২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানগুলোকে মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় সুদ ও জরিমানা আরোপের বিধান রয়েছে। এ কারণে ব্যবসায়ীদের মাসিক ভ্যাট দাখিলপত্র জমা দিতে সহায়তা করা এবং দাখিলপত্র গ্রহণের সুবিধার্থে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধকালেও দেশের সব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দফতরগুলো খোলা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English