বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন অভিনেত্রী নিশাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন
৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন অভিনেত্রী নিশাত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিপদের হাত থেকে রক্ষা পেল চিত্রনায়িকা নিশাত সালওয়ার পরিবার। সপরিবারে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া।

খবর শুনেই পুলিশ এসে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তা দেয়। ডাকাত দলের সদস্যদেরও আটক করা হয় এ সময়। ২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

‘আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে।’

‘তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহসভাপতি দাবি করে, যা সম্পূর্ণ বনোয়াট। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারেজমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে।’

‘আমি তৎক্ষণাৎ ৯৯৯ -এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’

চিত্রনায়িকা আরো লেখেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবে।’

উল্লেখ্য, সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একজন প্রতিযোগী হিসেবে শোবিজে পা রাখেন। এরপর তিনি কাজ করেছেন অনেক নাটকে। বর্তমানে সিনেমাতেও কাজ করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English