বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

​ পদ্মাসেতুতে ফেরির ধাক্কা: তদন্ত করবে নৌ-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
​ পদ্মাসেতুতে ফেরির ধাক্কা: তদন্ত করবে নৌ-পুলিশ

পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মাসেতু কর্তৃপক্ষ।লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন গণমাধ্যমে জানান, সোমবার রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন। তিনি বলেন, ‘থানায় জিডি রুজু করা হলেও এর তদন্ত করবে মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার থেকে তদন্ত শুরু করার কথা রয়েছে।’

এ ঘটনায় মঙ্গলবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলামসহ ঘাট স্থানান্তরসহ অন্যান্য সুপারিশ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক বসবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি সামান্য ক্ষতি হয় এবং ২৭টি যানবাহন ভর্তি রো রো ফেরিটির পেছনের অংশের তলা ফেটে হুঁ হুঁ করে পানি ঢুকতে শুরু করে। ফেরিটিতে পানি ওঠা অবস্থায় দ্রুত শিমুলিয়ার ২ নম্বর ঘাটে নোঙর করা হয়।

একইসঙ্গে তলব করা হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ ও একই সঙ্গে ফেটে যাওয়া তলা মেরামতের কাজ শুরু করে। মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১০ নং পিলারের সঙ্গে ধাক্কা লেগে পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়। পিলারের রড বের হয়ে গেছে এবং ফেরির পিছনের অংশে ক্ষতি হয়েছে।

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কার সময় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English