দেমিরালের পর ইউভেন্তুসের আরেক ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইতালি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার ক্লাবে ফেরেন বোনুচ্চি। এই দিনই পরীক্ষায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় ইউভেন্তুস।
এর আগের দিন ইতালি দলের চারজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। ৩৩ বছর বয়সী বোনুচ্চি বাড়িতে আইসোলেশনে আছেন। ফলে, সেরি আয় পরের তিন ম্যাচে (তোরিনো, নাপোলি ও জেনোয়ার বিপক্ষে) তাকে দলে নাও পেতে পারে ইউভেন্তুস।
একই দিন আরেক বিবৃতিতে দেমিরালের আক্রান্তের বিষয়টি জানায় ইউভেন্তুস। তুরস্কের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে যাওয়া এই ডিফেন্ডার গত ২৬ মার্চ কোভিড-১৯ পজিটিভ হন। ইতোমধ্যে বিশেষ বিমানে তুরিনে পৌঁছে ক্লাবের হোটেলে আইসোলেশনে রয়েছেন দেমিরাল।